loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলো না টাইগাররা


আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলো না টাইগাররা

গত হোম সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও, আয়ারল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার পুনরাবৃত্তি করতে পারলো না বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে গেছে টাইগাররা।

যাহােক, শেষ ম্যাচে পরাজিত হলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলেন সাকিব আল হাসানরা। প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ২২ রানে ও দ্বিতীয়টি ৭৭ রানে জিতেছিল বাংলাদেশ।

শুক্রবার প্রথমে ব্যাট করে শামীম হোসেনের হাফ-সেঞ্চুরির সুবাদে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান করে বাংলাদেশ। ৪২ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেছেন শামীম।

জবাবে, অধিনায়ক পল স্টার্লিংয়ে ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১৪ ওভার খেলেই জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। স্টার্লিং ৪১ বলে ৭৭ রান করেছেন।

বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ পেলো আইরিশরা।

চলতি সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল আয়ারল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় হেরে সিরিজ হাতছাড়া করে সফরকারী দল।

আগামী ৪ এপ্রিল থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

Loading...