loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড


টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি প্রায় চার বছর পর টেস্টে ফেরার দিনে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৪ এপ্রিল) টসে জিতেছেন। আয়ারল্যান্ড ২০১৯ সালের জুলাইয়ের পর থেকে এই সংস্করণে অনুপস্থিত ছিল।

স্বাগতিক বাংলাদেশ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমেছে। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। পেস অ্যাটাকে রয়েছেন – খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। স্পিনার হিসেবে রয়েছেন – সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এই টেস্টের মাধ্যমে আয়ারল্যান্ডের সাতজন ক্রিকেটারের টেস্ট অভিষেক হলো। তাঁরা হলেন – মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হুম, বেন হোয়াইট ও পিটার মুর।

টেস্ট ফরম্যাটে এই প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চলমান সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে ও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মারে কমিন্স, জেমস ম্যাককালাম, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিন, গ্রাহাম হুম ও বেন হোয়াইট।

Loading...