loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

মার্কেট, শপিংমলে নিরাপত্তা-ব্যবস্থা থাকবে


মার্কেট, শপিংমলে নিরাপত্তা-ব্যবস্থা থাকবে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সোমবার (১০ এপ্রিল) বলেছেন, শহরের মার্কেট ও শপিংমলগুলোতে নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকার কারওয়ান বাজার এলাকায় অবস্থিত বসুন্ধরা শপিংমল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন পর্যায়ে নিরাপত্তাবলয় তৈরির পাশাপাশি শহরের সব মার্কেট ও শপিংমলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইজিপি বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারে, সেজন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পরিদর্শনকালে তিনি নগরীর মার্কেট ও শপিংমলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আইজিপি জানান, ট্রাফিক বিভাগ ট্রাফিক-ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে; অতিরিক্ত কমিশনাররাও ইফতার পর্যন্ত সড়কে অবস্থান করছেন। তিনি বলেন, ডিএমপি কমিশনার সড়কে কর্তব্যরত বাহিনীকে নিয়ে ইফতার করছেন। পহেলা বৈশাখ ও পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সারাদেশের মার্কেট, শপিংমল ও সড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ-লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।

আইজিপি বলেন, “পহেলা বৈশাখ নিয়ে আমরা এখনো কোনো হুমকি পাইনি। তবে, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হবে।”

শপিংমল পরিদর্শনকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম, সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোঃ হারুন-অর-রশিদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আইজিপি’র সঙ্গে ছিলেন।

Loading...