loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

পরীমনি ছেলের কথা ভেবে বেডরুমে ফোন রাখেন না


পরীমনি ছেলের কথা ভেবে বেডরুমে ফোন রাখেন না

ঢালিউড তারকা পরীমনির সন্তান শাহীম মুহম্মদ রাজ্য’র বয়স গত ১০ এপ্রিল আট মাস পূর্ণ হয়েছে। সন্তান জন্মের পর থেকে পরীমনির যাবতীয় ভাবনাচিন্তা রাজ্যকে ঘিরেই, ঠিক যেমনটি ছিল নিজের মধ্যে মাতৃত্বের উপস্থিতি টের পাওয়ার পর থেকেই। মা হওয়ার পরে পরীমনিকে তাঁর কাছের মানুষেরা ফোনে সহজে পান না। তাঁদের সবার উদ্দেশ্যে পরীমনি জানিয়েছেন, শুধু সন্তানের মঙ্গলের কথা ভেবে এখন তিনি ফোন থেকে একেবারে দূরে রেখেছেন নিজেকে। স্মার্টফোন প্রয়োজন যেমন, তেমন একটা আসক্তিও; তাই, ছোট্ট রাজ্য’র যেন স্মার্টফোনে আগ্রহ না বাড়ে, এজন্য ফোন অন্য ঘরে রাখেন বলে জানান তিনি।

মোবাইল ফোনে তাৎক্ষণিকভাবে কেন সাড়া দিতে পারছেন না, সেটি নিয়ে নিজের অবস্থান জানিয়ে ফেইসবুকে একটি পোস্টও দিয়েছেন পরীমনি। 

তিনি লিখেছেন, ‘আমি আমার সঙ্গে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে যাতে ওর আগ্রহ না বাড়ে, তাই তা খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে। তাই হয়তো সব সময় সব ফোনকল অ্যাটেন্ড করতে পারি না, যখন-তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করবো, যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব, বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ। ♥️🙏’

আগামী ২৯ মে মা দিবস উপলক্ষে মুক্তি পাবে পরীমনি অভিনীত নতুন চলচ্চিত্র ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আবার বড় পর্দায় ফিরবেন তিনি।

Loading...