loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সাকিব দ্বিতীয়বারের মতো আইসিসির মাস-সেরা খেলোয়াড়


সাকিব দ্বিতীয়বারের মতো আইসিসির মাস-সেরা খেলোয়াড়

বাংলাদেশের সাকিব আল হাসান ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘আইসিসি প্লেয়ার অফ দি মান্থ’-এ মার্চের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সাকিব গত মাসে ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন। মার্চের সেরা হওয়ার পথে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলেছেন সাকিব। তিনি এর আগে ২০২১ সালের জুলাইয়ের সেরা খেলোয়াড় হয়েছিলেন।

মার্চ মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বুধবার (১২ এপ্রিল) ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নারীদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন রুয়ান্ডার হেনরিয়েট ইশিমওয়ে।

সাকিব ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের দুই ফরম্যাটের সিরিজই খেলেছেন, যেখানে তিনি অলরাউন্ড নৈপুণ্য দেখান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশে অবদান রাখেন সাকিব।

মার্চ মাসের সেরা হয়ে সাকিব বলেন, ‘এই পুরস্কার জিততে পেরে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেল, যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ দিতে চাই। এই স্বীকৃতির মূল্য আমার কাছে অনেক। কারণ, গত মাসে দুর্দান্ত কিছু ক্রিকেটারের বিশেষ পারফরমেন্স ছিল।’

তিনি আরও বলেন, ‘যদি গত মাস থেকে উল্লেখযোগ্য পারফরমেন্স বেছে নিতে হয়, তাহলে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করাটা ছিলো দুর্দান্ত। সব বিভাগে দুর্দান্ত পারফরমেন্সের কারণে আমার জন্য নিজের ভূমিকা ও দলে অবদান রাখার দিকে মনোযোগ দেওয়াটা সহজ হয়ে গিয়েছিল।’

Loading...