loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন


বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (২ এপ্রিল) দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপ্রধান সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্যালুট দেন। এ-সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ সাহাবুদ্দিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।

Loading...