loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

মেট্রোরেল ৩১ মে থেকে ১২ ঘণ্টা চলবে


মেট্রোরেল ৩১ মে থেকে ১২ ঘণ্টা চলবে

ঢাকার মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি পেলো। আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সূচিতে শুক্রবার রেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বৃহস্পতিবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এই সময়সূচি কার্যকর হবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

নতুন সময় অনুযায়ী, মেট্রো সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল তিনটা পর্যন্ত। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো রেল। সন্ধ্যা ছয়টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত আট পর্যন্ত।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, ৩১ মে’র পর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আগামী ঈদ-উল-আজহার দিনও এই ট্রেন চলাচল বন্ধ থাকবে।

গত বছর ২৮ ডিসেম্বর ঢাকার প্রথম মেট্রোরেল (উত্তরা থেকে আগারগাঁও অংশ) চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেট্রোরেল চলছে; সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারে।

Loading...