loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

‘বায়ার্নের শিরোপা জয় এখনো সম্ভব’


‘বায়ার্নের শিরোপা জয় এখনো সম্ভব’

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার থমাস মুলা বলেছেন, তাঁর দল এখনো বুন্দেস লিগ শিরোপা দৌঁড় থেকে ছিটকে যায়নি। বায়ার্ন শনিবার (২০ মে) আর বি লাইপজিগের কাছে নিজেদের মাঠে ৩-১ গোলে পরাজিত হওয়ায় শিরোপা জয়ের পথ খুলে গেছে বরুশিয়া ডর্টমুন্ডের। অসবার্গের বিপক্ষে রোববার রাতের ম্যাচে জয় পেলেই টেবিল টপার বায়ার্নের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে যাবে ডর্টমুন্ড। অবশ্য, ৩৩ বছর বয়সী মুলা’র দৃঢ়বিশ্বাস, তাঁর দল প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসবে।

স্কাই স্পোর্টসকে মুলা বলেছেন, ‘অবশ্যই, এখনো আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। ডর্টমুন্ডের এখনো দু’টি ম্যাচে জয়লাভ করতে হবে; দেখা যাক – কি হয়। যখন আমরা একক ফেভারিট ছিলাম না, তখনো বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছি। এখনো সুযোগ আছে।’

জুনিয়র দল থেকে উঠে আসা মুলা বায়ার্নের হয়ে ১১টি শিরোপা জয় করেছেন। এর মধ্যে, টানা ১০টি শিরোপাও রয়েছে।

বায়ার্ন তারকা বলেন, ‘আগে তাঁরা দু’টি ম্যাচেই জয়লাভ করুক, আমি প্রথমে সেটি দেখি। তাঁরা যদি সেটি পারে, তাহলে আমি অবশ্যই অভিনন্দন জানাবো। তবে, এর আগমুহূর্ত পর্যন্ত আমাদের দলবদ্ধ হয়ে থাকতে হবে এবং আগামী সপ্তাহের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট আদায়ের জন্য যা করার দরকার – তার সবটুকুই করতে হবে।’

বায়ার্ন কোচ থমাস টুখেল বলেছেন, ‘এই মৌসুমটি এখনো শেষ হয়ে যায়নি’। তবে, নিজের শিষ্যরা খুব একটা ভালো খেলছে না বলেও জানান তিনি। টুখেল বলেন, ‘যখন আপনি নিজের মানের চেয়ে নিচে নেমে খেলবেন, তখন জয় পাওয়া কঠিন হবে।’

Loading...