loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

২০ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো নিউক্যাসল


২০ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো নিউক্যাসল

ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড রেলিগেশন শঙ্কায় থাকা লেস্টার সিটির সাথে গোলশূন্য ড্র করে ২০ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। দারুণ এই সাফল্যে কোচ এডি হাউ তাঁর শিষ্যদের প্রশংসায় ভাসাচ্ছেন। পঞ্চম স্থানে থাকা লিভারপুল গত শনিবার অ্যাস্টন ভিলার সাথে ড্র করায় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে শেষ দুই ম্যাচে নিউক্যাসলের মাত্র এক পয়েন্ট প্রয়োজন ছিল। সেইন্ট জেমস পার্কে সোমবার (২২ মে) প্রথম সুযোগেই তৃতীয় স্থানে থাকা হাউ-এর দল সেই লক্ষ্য পূরণ করে ফেলেছে।

ম্যাচ শেষে হাউ বলেছেন, ‘এটা সত্যিই অনেক বড় একটি স্বস্তির বিষয়, দারুণ এক রাত। সবাই অনেক আশা করেছে, স্বপ্ন দেখেছে। কিন্তু, আমাদের কাছে মনে হয়নি – শীর্ষ চারের জন্য আমরা প্রস্তুত আছি। গত মৌসুমের রেলিগেশন লড়াইয়ের পরে আমরা একত্রিত হয়ে ভালো দল গঠন করেছি। আমাকে পুরো দলের প্রশংসা করতেই হবে। কারণ, প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছে। সকলের কাছে প্রত্যাশাটা অনেক বেড়ে গিয়েছিল।’

মাত্র ১৮ মাসে রেলিগেশন খরা থেকে বেরিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার পুরো কৃতিত্বই দেয়া যায় কোচ হাউকে। একইসাথে ক্লাবটির আর্থিক স্বচ্ছলতাও একটি বড় কারণ। ১৯৯৯ সালের পরে প্রথমবারের মতো ঘরোয়া কোনো আসরের ফাইনালেও খেলেছে ‘দি ম্যাগপাইস’। লিগ কাপের ফাইনালে যদিও তাঁরা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেছে।

নিউক্যাসল দুই দশক আগে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল ববি রবসনের নেতৃত্বে। ইউরোপিয়ান সর্বোচ্চ ক্লাব আসরে ফিরে আসার পরে ‘দি ম্যাগপাইস’ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে, তাঁদের এই পরিবর্তন সেখানেও অব্যাহত থাকবে।

হাউ বলেছেন, ‘এই যাত্রা আমার কাছে এখনো অবিশ্বাস্য। খেলোয়াড়দের জন্য শুধুমাত্র প্রশংসাই যথেষ্ট নয়। তাঁদের মনোভাব, তাঁদের মানসিকতা অন্য পর্যায়ে ছিল। তাঁদেরকে পরিচালনা করার সুযোগ পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের। আমরা সবাই মিলে অসাধারণ এক সাফল্য অর্জন করেছি; আর এটাই স্বস্তির ব্যাপার।’

পক্ষান্তরে, লেস্টার দ্বাদশবারের মতো লিগ থেকে অবনমনের মুখে রয়েছে। আর সেটা হলে, বার্মিংহামের ইংলিশ রেকর্ড স্পর্শ করবে লেস্টার। ২০১৪ সালের পরে প্রথমবারের মতো লেস্টারের সামনে এখন চ্যাম্পিয়নশিপে খেলার শঙ্কা। ডিন স্মিথের দলের অবস্থান এখন নিচ থেকে তৃতীয়। দলটি গত ১৫টি লিগ ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে। তলানির চতুর্থ দল এভারটনের চেয়ে তাঁরা দুই পয়েন্ট পেছনে রয়েছে। বোর্নম্যাথের বিরুদ্ধে শেষ ম্যাচে এভারটন যদি জেতে, তাহলে লেস্টার আরও নিচে নেমে যাবে। লেস্টারের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে (ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে)।

স্মিথ বলেছেন, ‘পুরো দল যেভাবে খেলেছে, তাতে আমার ক্ষমা প্রার্থনার কিছু নেই। অন্তত শেষ ম্যাচটি জিতে নিজেদের এগিয়ে রাখতে চাই।’

Loading...