loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

সিলেটে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত


সিলেটে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

সিলেট মহানগরী ও আশপাশ এলাকায় মঙ্গলবার (২৯ আগস্ট) ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন দুপুর ১টা ১৩ মিনিটে হয় এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সিলেট আবহাওয়া অফিস এ-তথ্য নিশ্চিত করে জানিয়েছে, জেলার জৈন্তাপুর উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটারের দূরে ভারতের ডাউকি নামক স্থানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত হলেও তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ১৪ অগাস্ট রাত ৮টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল; রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৫। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানায় আবহাওয়া অফিস।

Loading...