loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

মিস ইউনিভার্স ২০২৩ হলেন মিস নিকারাগুয়া


মিস ইউনিভার্স ২০২৩ হলেন মিস নিকারাগুয়া

মিস নিকারাগুয়া শেইনিস প্যালাসিওস মিস ইউনিভার্সের ৭২তম আসরের মুকুট জিতেছেন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন – মিস থাইল্যান্ড আন্টোনিয়া পোরসিল্ড ও মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন। এল সালভাদরের রাজধানী সান সালভাদরে শনিবার (১৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী শেইনিসের মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের মিস ইউনিভার্স আর'বনি গ্যাব্রিয়েল। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

শেইনিস প্যালাসিওস চিনান্দেগায় ১৯৯৫ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন গণযোগাযোগ নিয়ে। তাঁর সমাজসেবা ও মানবাধিকার নিয়ে বেশ আগ্রহ রয়েছে। তিনি ভলিবল খেলতে ভালোবাসেন। তাঁর বুদ্ধিমত্তা ও প্রতিভা-ই মিস ইউনিভার্স জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

নিকারাগুয়ার হয়ে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতা জিতে শেইনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।

Loading...