loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

পিএসজি জিতলো ১০ জন নিয়েই


পিএসজি জিতলো ১০ জন নিয়েই

পুরো ৮০ মিনিটে একজন খেলোয়ার কম থাকার পরও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-কে রুখতে পারেনি লে হাভরে। দুই অর্ধে কিলিয়ান এমবাপে ও ভিটিনহার গোলে রোববার (৩ ডিসেম্বর) লিগ ওয়ান-এর অ্যাওয়ে ম্যাচে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে গোলরক্ষক জানলুইজি ডোনারুমা সরাসরি লালকার্ড পেয়ে মাঠত্যাগে বাধ্য হন। পিএসজি এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নিসের তুলনায় চার পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। এদিন সফরকারী দল ২৩ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায়। মৌসুমে এটি লিগে এমবাপের পঞ্চদশ গোল। পর্তুগিজ ডিফেন্ডার ভিটিনহা ম্যাচ শেষের মিনিটখানেক আগে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আজ পুরো দল যে-মানসিকতার পরিচয় দিয়েছে, তাতে আমি দারুণ খুশি। ম্যাচে সাধারণত এই ধরনের ঘটনা খুব একটা ঘটে না। শুরুতেই ডোনারুমাকে হারিয়ে আমরা চাপে ছিলাম। কিন্তু স্বাভাবিকের তুলনায় আরও বেশি করে নিজেদের প্রতিরোধ করার যে-মানসিকতা সকলের মধ্যে, ছিল তা সত্যিই প্রশংসনীয়। আমরা তাঁদের খুব বেশি সুযোগ দেইনি। যে-সুযোগগুলো তাঁরা পেয়েছে, সেগুলো ভালোই প্রতিরোধ করেছে আরনাও টেনাস।’

রিজার্ভ গোলরক্ষক ২২ বছর বয়সী টেনাস এবারের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফার সুবিধায় বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন। ডোনারুমার লালকার্ডে হঠাৎ করেই তাঁর পেশাদার ক্যারিয়ারের অভিষেক হলো। এনরিকে বলেছেন, ‘টেনাস অসম্ভব একজন পেশাদার খেলোয়াড়। প্রতিদিনই যখন সে অনুশীলনে নামে, দেখে মনে হয় – এটাই তাঁর মাঠে শেষ দিন।’

Loading...