loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

নাপোলিকে বিদায় করে শেষ আটে বার্সা


নাপোলিকে বিদায় করে শেষ আটে বার্সা

বার্সেলোনার লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবারের (১২ মার্চ) লড়াইটা একদিকে যেমন ছিল এফসি বার্সেলোনা ও নাপোলির, তেমনই ছিল দুই দলের দুই স্ট্রাইকার – রবার্ট লেভান্ডোস্কি ও ভিক্টর ওসিমহেনের। তবে দু’জনের কেউই এদিন খুব আহামরি খেলতে পারেননি। লেভা একটা গোল করতে পারলেও, পারেননি ওসিমহেন। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগের ফলাফল অবশ্য শুধু ওই এক গোলেই নির্ধারিত হয়নি। লেভার গোলের আগে দুইদিকেই গোল হয়েছে আরও তিনটি। শেষ পর্যন্ত বার্সা ৩-১ ব্যবধানে নাপোলিকে পরাজিত করে। ফলে, দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে জাভি হার্নান্দেজের দল উঠে গেলো প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে। এর আগে, নেপল্স-এর ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ সমতায়।

এদিন বার্সেলোনা দুই লেগ মিলিয়ে স্কোরটা ৩-১ করে ফেলে ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই। পঞ্চদশ মিনিটে বার্সা উইঙ্গার ফারমিন লোপেজের গোলের দুই মিনিট পরেই নাপোলির জালে আবার বল পাঠান হোয়াও কান্সেলো।

ওই দুই গোল পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণও ছিল বার্সার হাতেই। কিন্তু এরপরে দলটি হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে। এই সুযোগে নাপোলি ৩০ মিনিটে আমির রাহমানির গোলে ব্যবধান কমায়। দুই লেগ মিলিয়ে বার্সা তখনো ৩-২ ব্যবধানে এগিয়ে।

ক্যাটালান ক্লাবটি গোল খাওয়ার পরেও ছিল অনেকটাই ছন্নছাড়া; তবে নাপোলি সেই সুযোগটা নিতে পারেনি ফিনিশিং ভালো না-হওয়ায়। দলটি তাঁদের নাইজেরিয়ান স্ট্রাইকার ওসিমহেনকে লক্ষ্যে রেখে লম্বা পাসে খেলছিল। তবে, ওসিমহেন বার্সার রক্ষণভাগ ভেঙে এগোতে গিয়ে বারংবার অফসাইড ট্র্যাপে পড়েছেন।

এই ম্যাচে বিশেষ নজর ছিল ওসিমহেনের মতো প্রথম লেগে গোল পাওয়া লেভান্ডোস্কির উপরেও। তবে নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকারের মতো হতাশ করছিলেন বার্সার পোলিশ স্ট্রাইকারও। 

যাহোক, লেভাকে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়নি। সার্জি রবার্তোর পাস থেকে ৮৩ মিনিটে গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী তারকা। এর পরে নাপোলির পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

Loading...