loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

ভিনিসিয়ুসের নৈপুণ্যে ওসাসুনাকে হারালো রিয়াল


ভিনিসিয়ুসের নৈপুণ্যে ওসাসুনাকে হারালো রিয়াল

ভিনিসিয়ুস জুনিয়র সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ ম্যাচে জাল স্পর্শ করলেন। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুণ্যের রাতে আক্রমণাত্মক রিয়াল মাদ্রিদ উপহার দিলো মনকাড়া খেলা। লা লিগার শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে দৃঢ় অবস্থানে থাকা কার্লো আনচেলত্তির দলটি ওসাসুনাকে সহজেই হারালো। রিয়াল প্রতিপক্ষের মাঠে শনিবার (১৭ মার্চ) ৪-২ গোলে জিতেছে। সফরকারী দলটির হয়ে দুই গোল করেছেন ভিনিসিয়ুস। একবার করে লক্ষ্যভেদ করেন – ডানি কারভাহাল ও ব্রাহিম দিয়াজ। স্বাগতিকদের দুই গোলদাতা হলেন – আন্তে বুদিমির ও ইকার মুনোজ। নিজে গোল না-পেলেও সতীর্থদের তিনটি গোলে অবদান রাখেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট হলো ২৯ ম্যাচে ৭২। তাঁরা দুইয়ে থাকা জিরোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে। জিরোনা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা রয়েছে তিন নম্বরে। ২৮ ম্যাচ খেলে তারা পেয়েছে ৬১ পয়েন্ট। ১০ নম্বরে থাকা ওসাসুনার পয়েন্ট ২৯ ম্যাচে ৩৬।

পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও রিয়ালের জন্য ধাক্কা হয়ে এসেছে ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা। রেফারির সিদ্ধান্তের কড়া প্রতিবাদ করায় প্রথমার্ধের শেষদিকে হলুদ কার্ড দেখেন তিনি। ফলে চলতি লা লিগায় পাঁচটি হলুদকার্ড হয়ে গেছে তাঁর নামের সঙ্গে। তাই তিনি আন্তর্জাতিক বিরতির পরে অ্যাথলেটিক বিল্বাওয়ের বিপক্ষে খেলতে পারবেন-না।

এদির পুরো ম্যাচে ছিল লিগের সফলতম ক্লাবটির স্পষ্ট প্রাধান্য। তাঁরা ৬৪ শতাংশ সময় বল পায়ে রেখে গোলমুখে ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে নয়টি। পক্ষান্তরে, গোলমুখে ওসাসুনার নয়টি শটের চারটি ছিল লক্ষ্যে।

চতুর্থ মিনিটে ভিনিসিয়ুসের গোলে উল্লাস করা রিয়াল বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। বুদিমির দলকে সপ্তম মিনিটেই সমতায় ফেরান। যাহােক, গোল হজমের হতাশা কাটিয়ে অষ্টাদশ মিনিটে আবার এগিয়ে যায় আনচেলত্তির দল। এই দফায় লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল। রিয়াল ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

৬১তম মিনিটে ব্যবধান বাড়ান সম্প্রতি স্পেনকে বাদ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার জন্য মরক্কোকে বেছে নেওয়া উইঙ্গার ব্রাহিম। তিন মিনিট পরেই রিয়ালের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ভিনিসিয়ুস। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে এটি তাঁর অষ্টাদশ গোল।

যোগ করা সময়ের প্রথম মিনিটে মুনোজ স্কোরলাইন ৪-২ করলেও ততক্ষণে জয়-পরজয় নির্ধারিত হয়ে যায়। 

রিয়াল শেষ মুহূর্তে আরও একটি গোল পেতে পারতো। তবে, ৮৫তম মিনিটে ভিনিসিয়ুসের বদলি হিসেবে নামা আর্দা গুলারের ভাগ্য সহায় ছিল-না।

Loading...