loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

প্রীতি ম্যাচে স্পেনকে হারালো কলম্বিয়া


প্রীতি ম্যাচে স্পেনকে হারালো কলম্বিয়া

কলম্বিয়া পুরুষ ফুটবল দল গত বছরের দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতা ধরে রাখলো; স্পেনের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে আগে যা করতে পারেনি দেশটি – এই দলটি সেটাই করে দেখালো। ল্যাটিন আমেরিকার দলটি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেলো। কলম্বিয়া লন্ডন স্টেডিয়ামে শুক্রবার (২২ মার্চ) প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে। একমাত্র গোলটি করেছেন ড্যানিয়েল মুনোস। স্পেন আগামী জুন-জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে লড়বে। কলম্বিয়া একই সময়ে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় খেলবে। মহাদেশ-সেরার লড়াইয়ে নামার আগে শেষ পর্বের প্রস্তুতিতে একবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয় কলম্বিয়ানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে অনেক। দুই দলের আগের তিন ম্যাচের দু’টি হয়েছিল ড্র; ২০১১ সালের প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্পেন।

স্পেন পুরুষ ফুটবল দল শুক্রবার (২২ মার্চ) প্রায় এক বছরের মধ্যে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেলো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলটিকে কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে। এদিন লন্ডন স্টেডিয়ামে ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজের দ্বিতীয়ার্ধের গোলে কলম্বিয়ার জয় নিশ্চিত হয়। এই গোলে লুইস ডিয়াজের দুর্দান্ত অবদান ছিল। জার্মানিতে আগামী গ্রীষ্মে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে স্পেনের এই পরাজয় সংশ্লিষ্ট সকলকে দুঃশ্চিন্তায় ফেলেছে।

গত বছর ইউরোপিয়ান নেশন্স লিগ বিজয়ী স্পেন ইউরো ২০১২’তে শিরোপা জয়ের পর দীর্ঘ ১১ বছর বড় কোনো টুর্নামেন্টের জয়ী হতে পারেনি। কোচ লুইস ডি লা ফুয়েন্তের অধীনে এটা তাদের দ্বিতীয় পরাজয়। এর আগে গত বছর ইউরো ২০২৪ বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল স্পেন। এই হারের পর কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও পরবর্তীতে নিজেকে কিছুটা চাপমুক্ত করতে পেরেছিলেন ডি লা ফুয়েন্তে।

কলম্বিয়ার বিপক্ষে পরীক্ষামূলক দল নিয়ে মাঠে নেমেচিলেন ডি লা ফুয়েন্তে। এদিন রক্ষণভাগে অভিষেক হয়েছে ডিফেন্ডার ডানি ভিভিয়িানের। অন্যদের সাথে আরও বিশ্রামে ছিলেন অধিনায়ক রড্রি।

এর আগে বৃহস্পতিবার ডি লা ফুয়েন্তে বলেছিলেন স্প্যানিশ ফেডারেশনের সাম্প্রতিক বেশ কিছু ঝামেলার পরো স্পেনে এখনো ফুটবল সকলের মনে গেঁথে আছে।

নেস্তো লোরেঞ্জোর উজ্জীবিত কলম্বিয়ার বিপক্ষে স্পেন  জলে উঠতে পারেনি। কলম্বিয়া গত প্রায় দুই বছরে টানা ২০ ম্যাচে অপরাজিত রয়েছে।

স্প্যানিশ কোচ ডি লা ফুয়েন্তে বলেছেন, ‘জয়ের তুলনায় পরাজয়ের ম্যাচে বেশি শেখা যায়। আজকের ম্যাচটা বেশ কঠিন ছিল। আমরা কিছু জিনিস দারুণ করেছি। কিন্তু আরও বেশ কিছু জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে। বিশেষ করে বিরতির পর আমরা বেশ কিছু ম্যাচেই আর প্রতিরোধ গড়তে পারিনি।’

এদিন বার্সেলোনার ১৭ বছর বয়সী ডিফেন্ডার পও কুবারিসর ম্যাচের শেষভাগে আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ক্লাব ও জাতীয় দলের সতীর্থ লামিন ইয়ামালের পরে স্পেনের সবচেয়ে কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কুবারসির অভিষেক হলো।

স্পেন পরের প্রীতি ম্যাচে মঙ্গলবার (২৬ মার্চ) মাদ্রিদের সান্টিয়াগো বার্নাবিউতে ব্রাজিলের মোকাবেলা করবে। কলম্বিয়া কোপা আমেরিকাকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে একইদিন রোমানিয়ার মোকাবেলা করবে।

Loading...