loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

ইন্টার ‘সিরি আ’ শিরোপা থেকে দুই ম্যাচ দূরে


ইন্টার ‘সিরি আ’ শিরোপা থেকে দুই ম্যাচ দূরে

ইন্টার মিলান ‘সিরি আ’ শিরোপা জয়ের আরও কাছে চলে গেলো উদিনেসেকে হারিয়ে। প্রথমে গোল হজম করেও সোমবার (৮ এপ্রিল) ২-১ গোলে জয়ী ইন্টার আর মাত্র দু’টি ম্যাচ জিতলেই বিংশতমবারের মতো চ্যাম্পিয়ন হবে। এদিন ইতালিয়ান মিডফিল্ডার ফ্রাত্তেসি যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইন্টারকে জয়সূচক গোলটি এনে দেন। ৪০ মিনিটে পিছিয়ে পড়া দলটি সমতা ফিরিয়েছিল ৫৫ মিনিটে হাকান কালহানোলুর পেনাল্টি গোলে। মিলানের ক্লাবটি এই জয়ে নিকট প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে। ৩৮ ম্যাচের লিগে দুই দলেরই ম্যাচ বাকি সাতটি করে।

ইন্টারের সামনে এখন সুযোগ ২৩ এপ্রিল নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে লিগ জয়ের উৎসবে মেতে উঠার। এসি মিলান সেদিন ইন্টারকে সান সিরোতে আতিথেয়তা দেবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লিগ জয়ের উৎসব করতে হলে অবশ্য ইন্টারকে এর আগে ক্যালিয়ারিকে হারিয়ে কাজ এগিয়ে রাখতে হবে।

লিগ জয় প্রায় নিশ্চিত হলেও ইন্টারের এদিনের জয়ের নায়ক ফ্রাত্তেসি অবশ্য বলেছেন, এখনই নিজেদের চ্যাম্পিয়ন ভাবছেন না তাঁরা, ‘আমরা একদমই ভাবছি না যে – লিগ জিতে গেছি। আমাদের আরও ম্যাচ খেলতে হবে এবং জিততে হবে। তবে আজকের জয়ে আমি খুবই খুশি। সব ম্যাচ তো আর আপনি চার গোলে জিততে পারবেন না। আপনাকে কঠিন ম্যাচও জিততে হবে।’

ইন্টার ২৩ এপ্রিলের মিলান ডার্বিটা সুখস্মৃতি নিয়েই শুরু করবে; কেননা, তাঁরা গত ছয়টি মিলান ডার্বিতেই শেষ হাসি হেসেছে।

Loading...