loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

প্রিমিয়ার লিগে লুটনকে উড়িয়ে দিয়ে শীর্ষে ম্যানসিটি


প্রিমিয়ার লিগে লুটনকে উড়িয়ে দিয়ে শীর্ষে ম্যানসিটি

আর্লিং হালান ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ। তিনি প্রিমিয়ার লিগে শনিবার (১৩ এপ্রিল) গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। অবশ্য এতে ম্যানচেস্টার সিটির কোনো ক্ষতি হয়নি। ‘দি সিটিজেন্স’ লুটন টাউনকে সহজে ৫-১ গোলে পরাজিত করে আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে।

লুটনের বিপক্ষে এই জয়ে ৩২ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট হলো ৭৩। আর্সেনাল এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর্সেনালের সমান-সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান তৃতীয়।

‘দি রেড্স’ রোববার নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে, আর আর্সেনাল আতিথ্য দেবে ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলাকে।

চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করার দৌড়ে থাকা টটেনহাম হটস্পার এদিন ৪-০ গোলে হেরে গেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে। ৩২ ম্যাচে এই ক্লাবটির পয়েন্টও ৬০।

Loading...