loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে


ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

দেশের অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার সহ আর্থিক প্রতিষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) খুলেছে।

গত ১০ থেকে ১২ এপ্রিল ছিল ঈদের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির পরে ১৪ এপ্রিল ছিল পহেলা বৈশাখের ছুটি। সব মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকার পরে সোমবার সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম আবার শুরু হয়েছে। এদিন থেকে ফের স্বাভাবিক নিয়মে ব্যাংক ও পুঁজিবাজারেও লেনদেন হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুরে ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। দাপ্তরিক সময় হবে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।

সাধারণ সময়ে ফিরে ব্যাংক সকাল ১০টায় খুলবে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। লেনদেন হবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর বাংলাদেশে গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদ্‌যাপিত হয়েছে।

Loading...