loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট


ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

সিরি-আ লিগে ইন্টার মিলান ঘরের মাঠে রোববার (১৪ এপ্রিল) নিচু সারির দল ক্যালিয়ারির সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ফলে, পরবর্তী ম্যাচে এসি মিলানের বিপক্ষে মিলান ডার্বিতে ইন্টারের সামনে সুযোগ এসেছে লিগ শিরোপা নিশ্চিত করার। দিনের আরেক ম্যাচে ডিফেন্ডার ইভান এনডিকা ম্যাচে মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ায় উদিনেসের বিপক্ষে রোমার ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। সান সিরোতে ৮৩ মিনিটে নিকোলাস ভিওলার গোলে চতুর্দশ স্থানে থাকা ক্যালিয়ারির গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন নিশ্চিত হয়। এর মাধ্যমে শীর্ষে থাকা ইন্টার তাঁদের পয়েন্টের ব্যবধান ১৪’তে উন্নীত করতে পারেনি।

এসি মিলান দিনের শুরুতে সাসৌলোর সাথে নাটকীয় ম্যাচে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে; যে-কারণে মিলানের সামনে সুযোগ ছিল – ক্যালিয়ারিকে হারিয়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার।

এদিন দ্বাদশ মিনিটে মার্কোস থুরামের গোলে ইন্টার এগিয়ে গেলে ৬৪ মিনিটে এলডর শোমুরোডোভের গোলে সমতায় ফেরে সফরকারী দলটি। ৭৪ মিনিটে ইন্টার হাকান কাহানগ্লুর পেনাল্টির গোলে আবারো  এগিয়ে যায় । শেষ পর্যন্ত ভিওলার গোলে আর শেষ রক্ষা হয়নি। ৮৩ মিনিটে ইতালিয়ান ভিওলার গোলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত হয় ক্যালিয়ারির। 

ক্যালিয়ারি এই ড্রয়ে রেলিগেশন জোন থেকে চার পয়েন্ট দূরে রইলো। দলটি এদিন  ইনজুরি টাইমে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল; কিন্তু তাঁর হেড সরাসরি ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের হতে ধরা পড়ে।

ম্যাচ শেষে ইন্টার কোচ সিমোনে ইনজাগি বলেছেন, ‘দুইবার এগিয়ে গিয়েও জিততে না-পারাটা সত্যিই হতাশার। আমাদের ঘরের দর্শকদের সামনে আমরা জিততে চেয়েছিলাম। বড় জয়ে খুব কাছাকাছি আমরা ছিলাম। কিন্তু তারপর এক পয়েন্ট পাওয়াও এই মুহূর্তে গাণিতিকভাবে গুরুত্বপূর্ণ।’

আগামী সোমবার মিলান ডার্বিতে ড্র করতে পারলেই সিরি-আ শিরোপা নিশ্চিত হবে ইন্টারের। পাঁচ ম্যাচ হাতে রেখে এই শিরোপা নিশ্চিত করতে হলে ইন্টারকে তাঁদের নগর প্রতিদ্বন্দ্বী মিলানকে টানা ষষ্ঠ পরাজয়ের স্বাদ দিতে হবে।

এসি মিলানকে দিনের শুরুতে সাসৌলোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ৮৪ মিনিটে নোহা ওকাফোর গোলে মিলানের এক পয়েন্ট নিশ্চিত হয়। কোচ স্টিফানো পিওলি রোমার বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পরাজয়ের ম্যাচটি থেকে বেশ কিছু পরিবর্তন করে মূল দল সাজিয়েছিলেন। কিন্তু ১০ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে মিলান পরাজয়ের ক্ষণ গুণতে থাকে। আন্দ্রে পিনামোন্তি ও আরমান্ড লোরিয়েন্তে দ্রুত দুই গোল করে স্বাগতিকদের ২-০ ব্যবধানের লিড এনে দেন। ফ্রেঞ্চম্যান লরিয়েন্তে বিরতির পর সাত মিনিটের মধ্যে আরেকটি গোল করেছেন। 

ড্র নিয়ে মাঠ ছাড়ায় তলানির দ্বিতীয় দল হিসেবে ম্যাচ শুরু করা সাসৌলো দুই পয়েন্টের ব্যবধানে সেফটি জোনে রয়েছে।

মিলান বৃহস্পতিবার ফিরতি লেগে আবারো রোমার মুখোমখি হবে। দলটি ইউরোপা লিগের প্রথম লেগে ১-০ গোলে পরাজিত হয়েছিল। আর পরের সপ্তাহে সিরি-আ লিগে তৃতীয় স্থানে থাকা ইাউভেন্টাসের বিপক্ষে খেলবে।

অন্যদিকে, বুকের সমস্যায় মাঠে পড়ে যাওয়ায় এনডিকাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হয়েছে। রোমা এক বিবৃতিতে জানিয়েছে, এনডিকার অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজধানীর ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ‘এখন সে সুস্থ অনুভব করছে। মানসিকভাবেও সে ঠিক রয়েছে। আরও পর্যবেক্ষণের জন্য তাঁকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে।’

ম্যাচের ৭০ মিনিটে আইভরি কোস্টের ডিফেন্ডার এডিকা হঠাৎ করেই মাঠে পড়ে যান। ঐ সময় ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। উদিনেস প্রথমার্ধে রবার্তো পেরেরার গোলে এগিয়ে যায়। ৬৪ মিনিটে রোমা স্ট্রাইকার রোমেলু লুকাকু সমতা ফেরান।

সিরি-আ কর্তৃপক্ষ জানিয়েছে ম্যাচের বাকি সময়ের খেলা পরে আয়োজন করা হবে।

ডি রোসির দল রোমা ষষ্ঠ স্থানে থাকা অ্যাটালান্টার তুলনায় ছয় পয়েন্ট এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

Loading...