loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল


চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

ইংলিশ প্রিমিয়ার লিগে কোল পামা মাত্র ৩০ মিনিটের মধ্যেই করলেন হ্যাটট্রিক, এরপর করেন আরও এক গোল। পামার দুর্দান্ত নৈপুণ্যে চেল্সি ৬-০ গোলে এভারটনকে উড়িয়ে দিয়েছে। ২১ বয়সী পামা সোমবার (১৫ এপ্রিল) ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে বলতে গেলে একাই এভারটনকে ধসিয়েছেন। ইংল্যান্ডের এই তরুণ ত্রয়োদশ মিনিটে মাথায় প্রথম গোল করেন জাদুকরী এক শটে। তিনি অষ্টাদশ মিনিটে দ্বিতীয় গোল করেন হেডে, আর তৃতীয় গোল করেছেন ২৯ মিনিটে। তিনি ৬৪ মিনিটে স্পট কিক থেকে নিজের শেষ গোলটি করেন।

পামা প্রিমিয়ার লিগে এই চার গোলের সুবাদে চলতি মৌসুমে এ-পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে রয়েছেন। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড এর্লিং হালানও তাঁর সমান ২০ গোল করেছেন।

পামা চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ২৩ গোল করলেন। এর ফলে, গত পাঁচ বছরের মধ্যে চেল্সির প্রথম কোনো খেলোয়াড় এক মৌসুমে ২০ গোল করার কীর্তি গড়লেন। এর আগে ইডেন হ্যাজার্ড ২০১৮-১৬ মৌসুমে ২০ গোলের রেকর্ড করেছিলেন।

সোমবার চেল্সির হয়ে বাকি গোল দুটি করেছেন – নিকোলাস জ্যাক্সন, ৪৪ মিনিটে এবং বদলি খেলোয়াড় আল্ফি গিলক্রিস্ট, ৯০ মিনিটে।

চেল্সি ৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে। পক্ষান্তরে, এভারটনের অবস্থান ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে পঞ্চম স্থানে।

Loading...