loader image for Bangladeshinfo

শিরোনাম

  • রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি


নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নতুন করে সারাদেশে আরও ৭২ ঘন্টার তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে এক সতর্কবার্তায় বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ ২৫ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা, অর্থাৎ ২৮ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ-সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস এর আগে গত শুক্রবার থেকে দুই দফা ৭২ ঘন্টা করে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছিল।

আবহাওয়া অফিসের এক সূত্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Loading...