loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইতালিয়ান কাপের শিরোপা জিতলো ইউভেন্টাস

  • ইউরোপের খেলার আশা টিকিয়ে রাখলো ম্যানইউ

  • মেসিবিহীন ইন্টার মায়ামির গোলশূন্য ড্র

  • অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে গড় পাসের হার ৩৫.৮০ শতাংশ

  • সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত

তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা


তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার আগামী ২ মে পর্যন্ত বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ-কথা বলা হয়েছে। সারাদেশে বহমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্য সচেতনতায় এই ছুটি  ঘোষণা করা হয়। এছাড়া, খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলায়, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৯ এপ্রিল) জানানো হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদফতরের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পবিত্র রামাদান ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু ছুটি শেষ না-হতেই দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ শুরু হয়। যে-কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছিল। 

দীর্ঘ ছুটি শেষে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৮ এপ্রিল খুললেও উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। প্রচণ্ড গরমে অনেক বিদ্যালয়ে বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

Loading...