loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ৪৬তম বিসিএস-এর প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮

  • নাটোরে দেশের প্রথম জিআই পণ্য মেলা

  • বায়ার্নের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল

  • পিএসজিকে স্তব্ধ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

  • নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ


শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ

দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ রোববার (২৮ এপ্রিল) খুলবে এবং শ্রেণি কার্যক্রম চলবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না-আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। তবে, শ্রেণি কার্যক্রমের যে-অংশটুকু শ্রেণি কক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে-সব কার্যক্রম সীমিত থাকবে। তাপদাহ ও অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে-শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না-দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

এছাড়া, প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এক শিফ্ট-এ পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল আট থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

দুুই শিফ্ট-এ পরিচালিত বিদ্যালয়সমূহে প্রথম শিফ্ট সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। 

চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Loading...