loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইতালিয়ান কাপের শিরোপা জিতলো ইউভেন্টাস

  • ইউরোপের খেলার আশা টিকিয়ে রাখলো ম্যানইউ

  • মেসিবিহীন ইন্টার মায়ামির গোলশূন্য ড্র

  • অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে গড় পাসের হার ৩৫.৮০ শতাংশ

  • সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত

লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়


লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

এফসি বার্সেলোনা লা লিগায় ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে। ক্যাটালান ক্লাবটি রবার্ট লেভান্ডোস্কির দ্বিতীয়ার্ধে করা হ্যাটট্রিকসহ সোমবার (২৯ এপ্রিল) ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করে। ম্যাচের প্রথম গোলটি বার্সা করলেও ভ্যালেন্সিয়া প্রথমার্ধে এগিয়েছিল ২-১ গোলে। তবে, ৪৫ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জর্জি মামার্দাশভিলি লালকার্ড পেলে বার্সার কাজটা সহজ হয়ে যায়।

এদিন জাভি হার্নান্দেজের দলের আধিপত্য ছিল পুরো ম্যাচেই। তবে, দলটি প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে। দ্বাবিংশ মিনিটে ফারমিন লোপেজ দলকে এগিয়ে দেওয়ার পাঁচ মিনিট পরে গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেনের ভুলে হিগো দুরো ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান। ৩৮ মিনিটে ফাউল থেকে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া; পেপেলু পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি।

লেভান্ডোস্কি ৫০ মিনিটে কর্নার কিক থেকে হেডে সমতা ফেরান। এই পোলিশ তারকা ৮২ মিনিটে আরেকটি হেডে করা গোলে এগিয়ে দেন বার্সাকে; এই গোলের উৎসও ছিল কর্নার। তিনি যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে ফ্রিকিকে গোল করে হ্যাটট্রিক করেন।

ম্যাচ শেষে লেভা বলেছেন, ‘কাজটা সহজ ছিল না। প্রথমার্ধে তো আমরা আক্রমণ করার মতো জায়গাই খুঁজে পাচ্ছিলাম না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো – এক বা দুই গোল খেলেও সব সময়ই আমরা তিন বা চার গোল দিতে পারি।’

এই জয়ে বার্সা আবারও পয়েন্ট তালিকার দুইয়ে উঠেছে জিরোনাকে টপকে। ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট দলটির। সমান-সংখ্যক ম্যাচে জিরোনার পয়েন্ট ৭১। রিয়াল মাদ্রিদ ৮৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। কার্লো আনচেলত্তির রিয়াল শেষ পাঁচ ম্যাচের দুটিতে জিতলেই ৩৬তমবারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে।

রিয়াল অবশ্য আগামী শনিবারই শিরোপা-উৎসবে মেতে উঠতে পারে। দলটি সেদিন কাদিজকে হারালে এবং পরের ম্যাচে বার্সেলোনা জিরোনার কাছে হারলে কিংবা ম্যাচটি ড্র হলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে রিয়াল।

Loading...