loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইতালিয়ান কাপের শিরোপা জিতলো ইউভেন্টাস

  • ইউরোপের খেলার আশা টিকিয়ে রাখলো ম্যানইউ

  • মেসিবিহীন ইন্টার মায়ামির গোলশূন্য ড্র

  • অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে গড় পাসের হার ৩৫.৮০ শতাংশ

  • সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত

কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল


কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

নারী ফুটবল লিগে টানা তিন মৌসুম শিরোপা জেতা বসুন্ধরা কিংস এবার নেই। কিংসের খেলোয়াড়রা দলে বেঁধে যোগ দিয়েছেন নাসরিন স্পোর্টস একাডেমিতে। নাসরিন স্পোর্টিং নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে সেই একতরফা নৈপুণ্যই দেখিয়েছে। দলটি জামালপুরের কাচারিপাড়া একাদশকে ১৯-০ গোলে বিধ্বস্ত করেছে। সাবিনা নিজে করেছেন চার গোল। পাশাপাশি চার গোল করেন আরও দু’জন – মারিয়া মান্ডা ও শামসুন্নাহার। তিনজন মিলেই করেছেন ১২ গোল। এছাড়া দুইটি করে গোল করেন – মাসুরা পারভীন, সান্জিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া। মার্জিয়া করেছেন এক গোলটি। জাতীয় দলে খেলা এই ফুটবলাররা কাচারিপাড়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন। গত তিন আসরে বসুন্ধরা কিংসের ছিল এমনই দাপট। সবশেষ লিগে দলটিও ১৯-০ গোলে জিতেছে। ২০ গোলও ছিল এক ম্যাচে।

এদিনের খেলার ফলাফলটি অনুমিতই ছিল। জাতীয় নারী দলের ১৫ জন খেলোয়াড় সমৃদ্ধ নাসরিন স্পোর্টস একাডেমি যে শক্তি-সামর্থ্যে জামালপুর কাচারিপাড়া একাদশের চেয়ে অনেক-অনেক এগিয়ে। ম্যাচটাও হলো তাই একেবারে একপেশে। আরও নির্দিষ্ট করে বললে নাসরিন একাডেমির শক্তির সামনে একেবারেই অসহায় ছিল জামালপুর কাচারিপাড়া। ম্যাচে নাসরিন স্পোর্টসের জয়ের ব্যবধান ১৯-০।

স্কোরলাইনেই বোঝা যায়, ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী ফুটবল লিগে ম্যাচটা কেমন ছিল। নাসরিন স্পোর্টসের হয়ে হ্যাটট্রিক করেন তিনজন – অধিনায়ক সাবিনা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্ডা। প্রত্যেকেই করেছেন চারটি করে গোল। দুই গোল পেয়েছেন – সান্জিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন। একটি গোল মার্জিয়ার।

সাবিনা, সান্জিদা, মারিয়া, মনিকা, মাসুরা, শামসুন্নাহার, সুমাইয়া, ঋতুপর্ণা, রুপ্না, শামসুন্নাহার সিনিয়র – প্রতিটি নামই পরিচিত এবং তাঁরা জাতীয় দলের ফুটবলার। এই খেলোয়াড়েরা এদিন পুরো ম্যাচে ছেলেখেলাই করেছেন কাচারিপাড়া একাদশকে নিয়ে। ২০২১ সালের লিগে এই নাস‌রিন একাডেমিকেই ২০-০ গো‌লে পরাজিত করেছিল বসুন্ধরা কিংস।

পুরো ম্যাচে কাচারিপাড়ার মেয়েরা নিজের অর্ধে দাঁড়িয়েই নাসরিনের আক্রমণগুলো ঠেকিয়ে গেছেন। তাঁদের খেলোয়াড়েরা কালেভদ্রে বল নিয়ে ওপরে ওঠার চেষ্টা করলেও সেটি খুব সহজেই প্রতিহত হয়েছে। নাসরিন স্পোর্টসের গোলকিপার রুপ্না চাকমা ম্যাচে একবারও হাত দিয়ে বল ধরেননি। পুরো প্রথমার্ধে তিনি ছিলেন নীরব দর্শক। একঘেয়ে লাগছিল বলেই হয়তো ওপরে উঠে সতীর্থদের প্রতি বল বাড়িয়েছেন। দ্বিতীয়ার্ধ তাঁকে তুলে নিয়ে নামানো হয় দলের দ্বিতীয় গোলরক্ষক তাসলিমাকে। তাঁর অবস্থাও ছিল প্রায় একই রকম।

Loading...