loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত


যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আগেই সুপার এইট-এ উত্তরণ নিশ্চিত করেছিল। যুক্তরাষ্ট্রকে হারিয়ে তাঁদের সঙ্গী হলো ভারতও। রোহিত শর্মার দল নিউ ইয়র্কে বুধবার (১২ জুন) বিশ্বকাপের স্বাগতিক দলটিকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। যুক্তরাষ্ট্রের ইনিংস আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে ১১০ রানে থেমেছে। সেই রান তাড়ায় শুরুটা ভালো না-হলেও ভারত সূর্য্যকুমার যাদব এবং শিভম দুবের ব্যাটের দৃঢতায় সাত উইকেট ও ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেছে।

রোহিত শর্মা এদিন নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে যুক্তরাষ্ট্রকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান। ভারতের শুরুও হয়েছে বেশ ভালো। আর্শদীপ সিং ইনিংসের প্রথম ওভারে দুইবার আঘাত হানেন। প্রথম বলে শায়ান জাহাঙ্গীরকে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলার পরে ষষ্ঠ বলে ফেরান আন্দ্রে গউসকে। এই বাঁহাতি পেসার এরপর নিতিশ কুমার এবং হারমিত সিংকেও শিকারে পরিণত করেন। ক্যারিয়ার-সেরা বোলিংয়ে মাত্র নয় রান খরচায় তিনি শিকার করেছেন চার উইকেট। আর্শদীপ সিংয়ের মারাত্নক বোলিংয়ের সঙ্গে হার্দিক পান্ডিয়ার তোপে কোনোরকমে ১০০ পার হয় যুক্তরাষ্ট্রর রান।

রান তাড়ায় ১৫ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুটা নড়বড়ে হয়েছিল ভারতেরও। ইনিংসের দ্বিতীয় বলে ভিরাট কোহলিকে তুলে নেন সৌরভ নেত্রভালকর। নিজের প্রথম বলে গউসকে ক্যাচ দিয়েছেন কোহলি। নেত্রভালকর দ্বিতীয় ওভারে শিকার বানান অধিনায়ক রোহিত শর্মাকেও। রিশভ পান্থ আউট হয়েছেন ১৮ রান করে।

২২ রানের সময় ক্যাচ দিয়েছিলেন সূর্যকুমার যাদবও। তখন ভারতের স্কোর ছিল ১৩ ওভারে ৫৯ রান। নেত্রভালকর ক্যাচটা নিতে পারেননি ভারতও হারেনি ম্যাচটা। জীবন পাওয়া সূর্যকুমারের (৫০*) এবং শিভম দুবের (৩১*) ব্যাটে সব শংকা দূর করে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন দেশটি।

নিউ ইয়র্কের এই ম্যাচে নজর ছিল পাকিস্তানেরও। রোহিতরা যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে উত্তরণের পাশাপাশি বাবর আজমদেরও সুখবরও দিয়েছেন। যুক্তরাষ্ট্র নিজেদের পরের ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে না-পারলে পরের পর্বে উত্তরণের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে ওঠবে পাকিস্তানের। তবে এজন্য পাকিস্তানকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পয়েন্ট পেতেই হবে।

Loading...