loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে, নিউজিল্যান্ড শংকায়


ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে, নিউজিল্যান্ড শংকায়

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯-৯ (রাদারফোর্ড ৬৮*, পুরান ১৭; বোল্ট ৩-১৬, সাউদি ২-২১, ফার্গুসন ২-২৭)
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৬-৯ (ফিলিপস ৪০, অ্যালেন ২৬; জোসেফ ৪-১৯, মোতি ৩-২৫)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ১৩ রানে জয়ী
ম্যাচ-সেরা: শেরফান রাদারফোর্ড

ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডাররা পারেননি রান এনে দিতে। মিডল অর্ডারেও একজন ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। শেরফান রাদারফোর্ডের দায়িত্বশীল ৬৭ রানে ভর করে দলটি পেয়ে যায় ১৪৯ রানের পুঁজি; এই রানই হয়ে যায় জয়ের জন্য যথেষ্ট। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে আটকে ফেলে ১৩৬ রানে। ফলে ১৩ রানের জয়ে 'সি' গ্রুপ থেকে সুপার এইট-এ উত্তরণ নিশ্চিত করে ফেললো দুইবারের চ্যাম্পিয়ন দেশটি। আগের দুই ম্যাচও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, টানা দুই ম্যাচ পরাজয়ে বিদায়ের শংকায় রয়েছে নিউজিল্যান্ড।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বুধবার (১২ জুন) টস হেরে ব্যাট করতে নেমে ধস নামে ক্যারিবীয় ব্যাটিং লাইনে। টপ অর্ডারের শুরুর চারজনের কেউই রান পাননি। ব্র‍্যান্ড কিং (৯), জন্সন চার্লস (০), নিকোলাস পুরান (১৭) এবং রস্টন চেজ ফিরেন (০) দ্রুতই। অধিনায়ক রভমান পাওয়েলও ফিরেছেন মাত্র এক রান করে। ফলে ৪০ রান করতেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট। তবে রাদারফোর্ড এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। মাঝে আকিল হোসেন (১৫), আন্দ্রে রাসেল (১৪), শেফার্ডের (১৩) ছোট ছোট ইনিংসে রানের চাকা সচল ছিল ক্যারিবীয়দের। রাদারফোর্ড শেষ দুই ওভারের ঝড় তুলে দলের সংগ্রহ ১৪৯-এ নিয়ে যান। তিনি ৩৯ বলে ছয়টি ছক্কা ও দুটি চারে করেছেন ৬৭ রান।

তিন উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। দুটি করে পেয়েছেন টিম সাউদি ও লকি ফার্গুসন।

জবাবে, নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। আলজারি জোসেফ ও গুদাকেশ মতির বোলিং তোপে এই রান তাড়া করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে তাঁদের ইনিংস থেমেছে ১৩৬ রানে।

জোসেফ চারটি ও মতির শিকার তিন উইকেট। ফিন অ্যালেনের ২৬ ছাড়া নিউজিল্যান্ডের টপ অর্ডারেরও কেউ রান পাননি। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসনরা হতাশ করেছেন।

শেষ দিকে গ্লেন ফিলিপ্স ও মিচেল স্যান্টনার আশা জাগালেও তাঁরা শেষ পর্যন্ত পারেননি। ফিলিপ্স খেলেছেন ৪০ রানের ইনিংস। স্যান্টনার অপরাজিত ছিলেন ২১ রানে।

এর আগে আফগানিস্তানের কাছে পরাজিত হয়েছিল নিউজিল্যান্ড; ফলে দলটির সুপার এইটের পথ কঠিন হয়ে গেলো। আফগানিস্তান তাঁদের বাকি দুটি ম্যাচের একটিতে জিতলেই চলে যাবে পরের রাউন্ডে; যেক্ষেত্রে নিউজিল্যান্ড তাদের দুটি ম্যাচ জিতলেও লাভ হবে না। তাই কিউইদের ভাগ্য এখন `যদি-কিন্তু'র ওপর। আফগানিস্তান তাঁদের শেষ দুই ম্যাক্স খেলবে পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর কিউইদের প্রতিপক্ষ ইউগান্ডা ও পাপুয়া নিউগিনি।

Loading...