loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

টাইগাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে


টাইগাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে

বাংলাদেশ ক্রিকেট দল কোনো সমীকরণ কিংবা হিসেবে নিকেশের মারপ্যাচে নয় – বরং শেষ ম্যাচ জিতেই সুপার এইট পর্বে উঠেছে। টাইগাররা দুই পেসার – তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুণ্যে পবিত্র ঈদ-উল-আজহার দিন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সুপার এইট নিশ্চিত করলো। গ্রুপ ‘ডি’তে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারিয়েছে নেপালকে।

বাংলাদেশ দল চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে খেলবে। টাইগাররা নেপাল ছাড়াও গ্রুপ পর্বে শ্রীলংকা ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল।

বাংলাদেশ দল এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের নজির গড়লো।

টাইগাররা গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার এইটে গ্রুপ-১ এ অস্ট্রেলিয়া (২১ জুন), ভারত (২২ জুন) ও আফগানিস্তানের (২৫ জুন) বিপক্ষে খেলবে। 

দক্ষিণ আফ্রিকা চার ম্যাচে পূর্ণ আট পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে আগেই সুপার এইট-এ উঠেছে।

বাংলাদেশ দল সোমবার (১৭ জুন) প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়। এরপর তানজিম-মুস্তাফিজের দারুণ বোলিংয়ে নেপালকে ৮৫ রানে গুটিয়ে দেয়। তানজিম চারটি ও মুস্তাফিজ তিন উইকেট শিকার করেছেন।

Loading...