loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

টাইগারদের হারিয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান


টাইগারদের হারিয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান

আফগানিস্তান দল বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে প্রথমবারের মতো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো। আফগানিস্তান সোমবার (২৪ জুন), বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সুপার এইটে গ্রুপ-১ এর শেষ ম্যাচে বৃষ্টি আইনে টাইগারদেরকে আট রানে হারিয়েছে। টাইগাররা বিশ্বকাপে এই প্রথমবার আফগানিস্তানের কাছে হারলো। আফগানিস্তান তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমিতে উঠে গেলো। 

অস্ট্রেলিয়া তিন ম্যাচে এক জয় ও দুই পরাজয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিতে হলো। আর বাংলাদেশ দল সুপার এইটে তিন ম্যাচের সবগুলোতে হেরে এবারের বিশ্বকাপ শেষ করলো। ভারত তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে আগেই সেমিতে উত্তরণ নিশ্চিত করেছে।

এদিন সেইন্ট ভিনসেন্টে আফগানিস্তান ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান করে। জবাবে, বাংলাদেশ দল বৃষ্টি আইনে ১৯ ওভারে ১১৪ রানের সহজ টার্গেটে সাত বল বাকী থাকতে ১০৫ রানে গুটিয়ে যায়।

Loading...