loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

ফ্রান্সকে হারিয়ে ইউরো ফাইনালে স্পেন


ফ্রান্সকে হারিয়ে ইউরো ফাইনালে স্পেন

এই আসরে সেমিফাইনালের আগে ফ্রান্সের ওপেন প্লেতে কোনো গোল ছিল-না। অবশ্য ফলাফল ঠিকই তাঁদের পক্ষে ছিল। দলটি ফাইনালের ওঠার লড়াইয়ে এদিন শুরুতেই কাঙ্ক্ষিত সেই ওপেন প্লের গোল পেয়ে যায়। তবে এবার আর ফলাফল পক্ষে আসেনি। বরং স্পেন চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে ফাইনালের টিকিট কেটেছে। দলটি জার্মানিতে মঙ্গলবার (৯ জুলাই) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। এদিন প্রথমার্ধেই হয়েছে গোল তিনটি। ফ্রান্সকে সবম মিনিটে রান্ডাল কোলো মুয়ানি এগিয়ে দিলেও পরে চার মিনিটের ব্যবধানে লামিন ইয়ামাল ও দানি ওল্মোর গোলে জয় পায় স্পেন। তিনবারের চ্যাম্পিয়ন স্পেন ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচে জয় পেলো। রেকর্ড চতুর্থ শিরোপার পথে দলটির সামনে আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে।

উড়তে থাকা স্পেন টুর্নামেন্ট ফেভারিট ফ্রান্সকে ২-১ গোলে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। ১৬ বছর বয়সী স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল মঙ্গলবার (৯ জুলাই) ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন।

ফ্রান্স মিউনিখে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালের নবম মিনিটে কিলিয়ান এমবাপের ক্রস থেকে রান্ডাল কোলাে মুয়ানির হেডে এগিয়ে গিয়েছিল। কিন্তু স্পেন চার মিনিটের ব্যবধানে দুই গোল করে পুরো ম্যাচের চেহারা পাল্টে দেয়। এর আগে পাঁচ ম্যাচে মাত্র এক গোল হজম করা ফ্রান্সকে এরপর আর কোনো সুযোগ দেননি ইয়ামাল, ডানি ওল্মোরা।

আগামী রোববার ফাইনালের আগেরদিন ১৭ বছরে পা রাখতে যাওয়া ইয়ামাল ২১ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক কোনাকুনি শটে বল জালে জড়ান। ডাইভ দিয়েও এই বল ধরতে ব্যর্থ হন ফরাসি গোলরক্ষক মাইক মেইগন্যান। চার মিনিটর পরে আরেক তরুণ ডানি ওল্মো লো শটে বল জাল স্পর্শ করান। মেইগন্যান পরাস্ত হলেও শেষ খেলোয়াড় হিসেবে জুলেস কুন্ডের ডিফ্লেকশনে বল জালে প্রবেশ করে।

দুর্দান্ত স্ট্রাইক প্রসঙ্গে ইয়ামাল বলেছেন, ‘আমি বলটি দারুণ জায়গায় পেয়েছিলাম। ঐ সময় খুব বেশি চিন্তা করিনি, শট নিয়ে নিই। ফাইনালে খেলতে পেরে আমি দারুণ গর্বিত। এই মুহূর্তগুলো প্রাণভরে উপভোগ করতে চাই।’

ম্যাচের আরেক গোলদাতা ওল্মো বলেছেন, ‘শিরোপা হাতে নিতে আর মাত্র একধাপ বাকি রয়েছে; আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই দলটি অবিশ্বাস্য। এটা আমাদের প্রাপ্য ছিল।’

ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল – আমরা সেটা জানতাম; আজ রাতে তাঁরা আবারও এর প্রমাণ দিলো। এমনকি আমরা প্রথমে গোল দিয়েও সেটা ধরে রাখতে পারিনি। স্পেন আমাদের থেকে ভালোভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল; যে-কারণে আমাদের খেলতে সমস্যা হয়েছে।’

২০১২ ইউরোর ফাইনালে ইতালিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয়ের পরে বড় কোনো টুর্নামেন্টে এটাই স্পেনের প্রথম ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে।

Loading...