loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

ইউরোতে সর্বকনিষ্ঠ হিসেবে ইয়ামালের রেকর্ড


ইউরোতে সর্বকনিষ্ঠ হিসেবে ইয়ামালের রেকর্ড

স্পেনের লামিন ইয়ামাল ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের কৃতিত্ব অর্জন করেছেন। তিনি মঙ্গলবার (৯ জুলাই) ১৬ বছর ৩৬২ দিন বয়সে মিউনিখে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোল করে এই রেকর্ড গড়েন। ম্যাচে স্পেন ২-১ গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উঠেছে। এফসি বার্সেলোনার এই উইঙ্গার ২৫ মিটার দুর থেকে দারুণ এক কার্লিং শটে বল জালে জড়ালে স্পেন ১-১’এ সমতায় ফেরে।

সুইটজাল্যান্ডের ইয়োহান ভনলানথেন ২০০৪ সালের ইউরোতে ১৮ বছর ১৪১ দিন বয়সে গোল করে আগের রেকর্ডটি করেছিলেন।

ইয়ামাল এবারের প্রতিযোগিতায় ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমে টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোতে খেলার নতুন রেকর্ডও গড়েন। এর আগে এই রেকর্ডটি ছিল ২০২০ ইউরোতে ১৭ বছর ২৪৬ দিন বয়সী পোলিশ খেলোয়াড় কাসপার কোজলোভস্কির।

এছাড়া, নারী বিভাগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড রয়েছে নরওয়ের ইসাবেল হারলোভসেনের। তিনি ২০০৫ ইউরোতে ১৬ বছর ৩৫১ দিন বয়সে গোল করার কৃতিত্ব দেখান।

Loading...