loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

কোপায় ক্যানাডাকে হারিয়ে উরুগুয়ে তৃতীয়


কোপায় ক্যানাডাকে হারিয়ে উরুগুয়ে তৃতীয়

ক্যানাডা প্রথমবারের মতো কোপা আমেরিকায় ফুটবল প্রতিযোগিতায় খেলতে এসে শেষটা রাঙাতে পারলো-না। নর্থ ক্যারোলিনায় শনিবার (১৩ জুলাই) তৃতীয় স্থান-নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুট আউটে উরুগুয়ের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে আশাভঙ্গ হলো দলটির। এদিন ইনজুরি সময়ে লুইস সুয়ারেজের গোলে উরুগুয়ে সমতা ফেরানোর পরে টাইব্রেকারে জিতে তৃতীয় স্থান নিশ্চিত করে।

উরুগুয়ে শার্লট ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (১৪ জুলাই) সকালে অষ্টম মিনিটে গোল করে এগিয়ে গেলেও ক্যানাডা ২২ এবং ৮০ মিনিটে দুই গোল করে ইতিহাস গড়ার কাছাকাছি গিয়েছিল। যাহোক, উরুগুয়ের অনেক জয়ের নায়ক লুইস সুয়ারেজ ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে তাঁদেরকে স্তব্ধ করে দলকে সমতায় ফেরান। ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পরে মার্সেলো বিয়েল্সার দল পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে জেতে, যেখানে শেষ শটটি নিয়েছেন সুয়ারেজই।

টাইব্রেকার ক্যানাডার ইসমাইল কোনে ও আলফোন্সো ডেভিস লক্ষ্যভেদ করতে পারেননি। পক্ষান্তরে, উরুগুয়ের নেওয়া সবগুলো শট জাল স্পর্শ করে। 

ল্যাটিন আমেরিকার অন্যতম পরাশক্তি উরুগুয়ে শিরোপা জিততে না-পারলেও তৃতীয় স্থান অর্জন করে কিছুটা সান্ত্বনা পেলো।

Loading...