loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

ইউরোতে গোল্ডেন বুট জিতলেন একাধিক খেলোয়াড়


ইউরোতে গোল্ডেন বুট জিতলেন একাধিক খেলোয়াড়

স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে। এবারের প্রতিযোগিতায় গোল্ডেন বুটের লড়াইয়ে ফাইনালের আগে সবাই তাকিয়ে ছিল ডানি অল্মো ও হ্যারি কেইনের দিকে। কেননা, ফাইনালিস্টদের মধ্যে তাঁরা দু’জনই তিন গোল করে শীর্ষে ছিলেন। তিন গোল করা বাকি চার জনের দল ফাইনালের আগেই বাদ পড়ে গেছে।

অবশ্য ফাইনালে এই দু’জনের কেউই জাল স্পর্শ করতে পারেননি। ফলে, ইউয়েফার গোল্ডেন বুটের নতুন নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো একাধিক খেলোয়াড় গোল্ডেন বুট জিতেছেন। 

আসরে সর্বোচ্চ তিনটি করে গোল করে পুরস্কারের ভাগিদার হয়েছেন চ্যাম্পিয়ন স্পেনের ডানি অল্মো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে।

এছাড়া, টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাব জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি।

Loading...