loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন টমাস মুলা


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন টমাস মুলা

জার্মানির ইউরো-২০২৪ থেকে ছিটকে যাওয়ার পরেই ইঙ্গিত মিলেছিল – টমাস মুলা দীর্ঘ ১৪ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। সোমবার (১৫ জুলাই) সেটাই সত্যি হলো, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এবারের স্বাগতিক জার্মানি মহাদেশিয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে পরাজিত হওয়ার পরেই মুলা’র অবসর নেওয়ার গুঞ্জন উঠেছিল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচ এবং ৪৫ গোল করার পরে বিদায় জানাচ্ছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সমসময় গর্বের।’

মুলা বিদায়বেলায় নিজের অভিষেক ম্যাচের কথা স্মরণ করেছেন। জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বলেছেন, ‘১৪ বছর আগে যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলাম – তখন এতসব স্বপ্ন আমি দেখিনি। আমরা একত্রে উদযাপন করেছি, আবার কখনো চোখের পানিও ফেলেছি। সমর্থক ও জার্মান সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি – বছরের পর বছর আমাকে সমর্থন দেওয়ার জন্য।’

আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্ত হলেও বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন মুলা। তিনি ২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিলেন। আর ২০২৪-এর এইদিনে এসে তিনি  লোথার ম্যাথাউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসার (১৩৭) পর তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ে বিদায় নিলেন।

Loading...