loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

ম্যাচ জিতে ১০ বছরের অপেক্ষা শেষ হলো টাইগ্রেসদের


ম্যাচ জিতে ১০ বছরের অপেক্ষা শেষ হলো টাইগ্রেসদের

নিগার সুলতানা জ্যোতিবাহিনী কথা রেখেছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জ্যোতি বলেছিলেন, তাঁরা বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিততে চান। স্কটল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ১৬ রানের জিতে কথা রেখেছেন তাঁরা। এই জয়ে দীর্ঘ এক অপেক্ষাও ফুরিয়েছে বাংলাদেশ দলের। ১০ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে টাইগ্রেসরা। এর আগে ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ দল দুইটি জয় পেয়েছিল শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। মাঝে চারটি বিশ্বকাপ হলেও একটি ম্যাচও জিততে পারেনি।

এছাড়া, টাইগ্রেস দলনেত্রী জ্যোতি মাইলফলকের ম্যাচে খলনায়ক হওয়া থেকে বেঁচে গেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। স্কটল্যান্ডের ইনিংসের চতুর্দশ ওভারের প্রথম বলে রাবেয়া খানকে ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে চেয়েছিলেন সারাহ ব্রেইস। ব্যাটে-বলে না হলে স্ট্যাম্পিংয়ের সুযোগ পান উইকেটরক্ষক জ্যোতি; কিন্তু তিনি বল তালুবন্দি করতে ব্যর্থ হন। এরপরেও সুযোগ ছিল, উইকেট থেকে সারাহ বেশ দূরে যাওয়ায়। মাটি থেকে বল কুড়িয়ে যখন উইকেট ভাঙলেন জ্যোতি, ততক্ষণে নিজেকে বিপদের হাত থেকে রক্ষা করেন স্কটল্যান্ডের ব্যাটার। 

ওপেনার সারাহ দলের হয়ে পরে সর্বোচ্চ ৪১ রান করলেও জয় আর এনে দিতে পারেননি স্কটল্যান্ডকে। তিনি শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছেন। তাঁর পরে দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেছেন যৌথভাবে আইলসা লিস্টার ও অধিনায়ক ক্যাথরিন ব্রেইস। আর কোনো ব্যাটারই দুই অংক স্পর্শ করতে পারেননি। 

স্বর্ণা আক্তার ছাড়া বাংলাদেশের অন্য পাঁচজন বোলারই কমপক্ষে এক উইকেট করে পেয়েছেন। রিতু মনি ১৫ রানে দুই উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন।

বাংলাদেশ দল এদিন শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল। দুই ওপেনার সাথি রানি ও মুর্শিদা খাতুন উদ্বোধনী জুটিতে ২৬ রান করেন। মুর্শিদা একবার ‘জীবন’ পেয়েও ১২ রানের ইনিংসটা বড় করতে পারেননি। তবে সাথি তাঁর সঙ্গীকে হারালেও নিজের সহজাত ব্যাটিং চালিয়ে যান। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে তাঁকে যোগ্য সঙ্গ দেন শবনম মোস্তারি। তিন চারে ২৯ রানে সাথি আউট হওয়ার পরে ম্যাচের মোড় ঘুরে যায়। বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। টাইগ্রেসরা শেষ পর্যন্ত ১১৯ রানের সংগ্রহ পায় মোস্তারি ও অধিনায়ক জ্যোতির কল্যাণে। 

দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন মোস্তারি। আর জ্যোতি করেন ১৮ রান।

জ্যোতির শততম ম্যাচের দিনে অভিষেকটা হতাশার হয়েছে তাজ নেহারের। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমে ‘ডাক’ মেরেছেন। রান আউটে কাঁটা পড়ে তাঁর এক বলের অভিষেক ইনিংসটি। 

স্কটল্যান্ডের হয়ে ১৩ রানে তিন উইকেট নিয়ে সেরা বোলার অফস্পিনার সাসকিয়া হোলি।

Loading...