loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ

  • আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে বাংলাদেশের পরাজয়

  • লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে: তরুণদের উদ্দেশে ড. ইউনূস

  • ব্রিটিশ লেখক সামান্থা হার্ভি বুকার পুরস্কার জিতলেন

প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে বাংলাদেশের পরাজয়


প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে বাংলাদেশের পরাজয়

মালদ্বীপ ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২২ ধাপ এগিয়ে রয়েছে, তবে বুধবার (১৩ নভেম্বর) দলটির কাছে বাংলাদেশের ০-১ গোলে পরাজয় মেনে নেওয়া কষ্টকরই বটে! কিংস অ্যারেনায়  অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ দলটির বিরুদ্ধে সমানে-সমান লড়েছে। মালদ্বীপের সঙ্গে গত দুই ম্যাচেও একটি করে জয় ও ড্র ছিল বাংলাদেশের; অথচ এবার ঘরের মাঠে হারতে হলো।

এদিন অষ্টাদশ মিনিটে মালদ্বীপের নাম্বার সেভেন আলী ফাসিরের দেওয়া একমাত্র গোলটি হাভিয়ের কাবরেরার শিষ্যরা আর শোধ দিতে পারেনি। অথচ ম্যাচের বড় একটা সময় বাংলাদেশই আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ শানিয়েছে। তবে কখনো সেসব আক্রমণ মালদ্বীপের গোলকিপার হুসেইন শারিফের দৃঢ়তায় ভেস্তে গেছে, আবার কখনো নিজেরাই এলোমেলো শটে ম্যাচে ফেরার সম্ভাবনা নস্যাৎ করেছেন।

ফলে, শেষ বাঁশিতে তপু বর্মন-শেখ মোরসালিনদের সঙ্গী হয়েছে একরাশ হতাশা।

দুই দল আগামী ১৬ নভেম্বর একই মাঠে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে।

Loading...