loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ

  • আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে বাংলাদেশের পরাজয়

  • লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে: তরুণদের উদ্দেশে ড. ইউনূস

  • ব্রিটিশ লেখক সামান্থা হার্ভি বুকার পুরস্কার জিতলেন

ব্রিটিশ লেখক সামান্থা হার্ভি বুকার পুরস্কার জিতলেন


ব্রিটিশ লেখক সামান্থা হার্ভি বুকার পুরস্কার জিতলেন

যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভি ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য সামান্থাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

‘অরবিটাল’-এ যে-ছয়জন মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দু’জন পুরুষ এবং চারজন নারী।

পুরস্কার পাওয়ার পরে বক্তব্যে হার্ভি  বলেছেন, যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন, অন্য লোকের মর্যাদা, অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন ও কাজ করেন, তাঁদের সবার জন্য তিনি পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করছেন।

‘অরবিটাল’ বইটি ১৩৬ পৃষ্ঠার। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই – যেটি বুকার পুরস্কার জিতলো।

চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভি ছাড়া আরও চারজনের নাম ছিল। এর মধ্যে মার্কিন লেখক র‍্যাচেল কুশনার (‘ক্রিয়েশন লেক’ বইয়ের জন্য) এবং কানাডীয় লেখক অ্যান মাইকেলসও (‘হেল্ড’ বইয়ের জন্য) ছিলেন।

হার্ভি কোভিড-১৯ অতিমারিকালে লকডাউনের সময় ‘অরবিটাল’ বইটির বেশিরভাগটা লিখেছেন।

Loading...