loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক


মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি ২০২২-২৩ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ইন্টারন্যাশনাল) ২০২৩-২৪’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (একিউরিং) ২০২৩-২৪’ ক্যাটাগরিতে মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

আর্থিক অন্তর্ভুক্তি প্রসারের মাধ্যমে শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অবদানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) এ-তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশন তৃষিতা মওলা এবং বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল।

Loading...