loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বিআরটিএ’র শনিবারের ছুটি বাতিল, চলবে কার্যক্রম

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে

  • বাংলাদেশ সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের কোম্পানির ২ কোটি ৮৯ লাখ ডলার বিনিয়োগ

  • দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়ালো

নভেম্বরে দেশে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ


নভেম্বরে দেশে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয় চলতি বছরের নভেম্বর মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ১৫.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪.১২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ০.৫৬ বিলিয়ন ডলার বেশি। গত বছরের নভেম্বরে রপ্তানি আয় ছিল ৩.৫৬ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক বুধবার (৪ ডিসেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে ১১.৭৬ শতাংশ বেড়ে ১৯.৯১ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭.৮১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের তুলনায় যা ২.১ বিলিয়ন ডলার বেড়েছে।

নভেম্বরে মাসে তৈরি পোশাক খাত দেশের সর্বোচ্চ রপ্তানি আয়কারী হিসেবে ৩.৩১ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের চেয়ে ১৬.২৫ শতাংশ বেশি; যা গত বছর একইসময়ে ছিল ২.৮৪ বিলিয়ন ডলার।

এছাড়াও, নভেম্বর মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১০৯.৯ মিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ১৫.৮২ শতাংশ বেশি। গত বছর একই সময়ে যা ছিল ৯৪.৮৯ মিলিয়ন ডলার।

চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয় সামান্য কমে ৯৪.১৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে; যা গত বছরের নভেম্বরে ছিল ৯৪.৪৮ মিলিয়ন ডলার।

হিমায়িত ও জীবন্ত মাছ এবং মাংস, মাছ, ডেইরি, ডিম ও মধুসহ প্রাথমিক পণ্যগুলো থেকে রপ্তানি আয় ১৬.৩২ শতাংশের ইতিবাচক বৃদ্ধি পেয়ে ১৫৬.৬৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে; যা গত বছরের নভেম্বরে ছিল ১৩৪.৬৬ মিলিয়ন ডলার।

জাহাজ, নৌকা ও ভাসমান কাঠামো থেকে রপ্তানি আয় বেড়ে ২.১২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের নভেম্বরে ছিল ২০ হাজার ডলার।

Loading...