loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জরুরি সেবার নম্বর নকল করে চাওয়া হচ্ছে পিন; সতর্কবার্তা জারি

  • আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধি

  • বিআরটিএ’র শনিবারের ছুটি বাতিল, চলবে কার্যক্রম

  • নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে

সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে


সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। সচিবালয়ের সামনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল নয়টার দিকে এক মিডিয়া ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ-কথা বলেন। এর আগে সকাল পৌনে নয়টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেছিলেন। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও সচিবালয়ে প্রবেশ করেছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পরে সকাল আটটার দিকে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে, ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে; সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ছয়তলায়, পরে তা সাত ও আটতলায় ছড়িয়েছে।

আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কি- না – এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পরে তা বলা যাবে। এছাড়া আগুনের উৎস সম্পর্কেও তদন্তের পরে বলা যাবে বলে তিনি উল্লেখ করেন।

Loading...