বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় মধ্যরাতে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এক ব্রিফিংয়ে জানান, এদিন সকাল আটটার দিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত একজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিস কর্মী নয়ন পানির পাইপ পাম্পে সংযোগ দেওয়ার জন্য কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সচিবালয়ের আগুন নেভানোর জন্য ১৯টি ইউনিট পাঠানো হয়েছিল। তবে ১০টি ইউনিট ফিজিক্যালি কাজ করেছে। কারণ কিছু গাড়ি প্রবেশ করাতে সমস্যা হচ্ছিলো। তিনি জানান, ছয় তলা থেকে নয় তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে।
আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগলো কেন – সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিকটেড এরিয়া; সব রুম তালাবদ্ধ ছিল, জানালা লাগানো ছিল। তাঁরা কাঁচ ভেঙে ভেঙে পানি দিয়েছেন। তাঁরা চেষ্টা করেছেন – যাতে আগুন না-ছড়ায়; কক্ষগুলো যেন কম ক্ষতিগ্রস্ত হয়।
আগুনের ঘটনার পরে উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আপডেট
বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিভেছে। আগুন লাগার ১০ ঘণ্টা পরে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তা পুরোপুরি নেভে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে এ-তথ্য জানান। এক বার্তায় বলা হয়, ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে পেরেছেন। এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বলা হয়েছিল, এদিন সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।