loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জরুরি সেবার নম্বর নকল করে চাওয়া হচ্ছে পিন; সতর্কবার্তা জারি

  • আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধি

  • বিআরটিএ’র শনিবারের ছুটি বাতিল, চলবে কার্যক্রম

  • নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি

  • সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে

রাজধানীতে ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার


রাজধানীতে ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অপরাধ বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সার্বিক নির্দেশনায় রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

রমনা বিভাগে আট জন, মতিঝিল বিভাগে ১৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ১০ জন, তেজগাঁও বিভাগে ১৯ জন, মিরপুর বিভাগে চারজন, উত্তরা বিভাগে আটজন ও গুলশান বিভাগে চারজনসহ মোট ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীতে এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পাওয়ায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিগত ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে উল্লিখিত থানার মোবাইল টিমসমূহ পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেফতার করে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading...