loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দারুণ জয়ে টাইগারদের টি-২০ সিরিজ শুরু

  • বাংলাদেশে বিনিয়োগে চীনা বিনিয়োগকারীদের প্রতি বেপজা প্রধানের আহ্বান

  • বিয়ে করলেন অভিনেত্রী শশী

  • বাংলাদেশ-পূর্ব তিমুরের সম্ভাবনাময় খাত কাজে লাগাতে রাষ্ট্রপতির আহ্বান

  • জাতীয় ঐকমত্য গঠন কমিশন করা হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত


বাংলাদেশ ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রথম অবৈতনিক উপাচার্য মরহুম কাজী আজহার আলী‘র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শনস্বরূপ বিনামূল্যে রক্তের পাঁচটি টেস্টসহ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত রক্তদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল থ্যালাসেমিয়া ফাউন্ডেশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ।

বাংলাদেশ ইউনিভার্সিটির হল রুমে রোববার (১৫ ডিসেম্বর) সকালে এই কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এ-সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন – বিইউ’র রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.), ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু প্রমুখ।

উদ্বোধনকালে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, রক্তদানের মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে মনের অজান্তেই এক মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে আমাদের উচিত – একে অন্যকে রক্ত দেওয়া।

রক্তদান কর্মসূচিতে মোট ৫০ ব্যাগ রক্ত সংগৃহীত হয়েছে।

এর আগে, এদিন দুপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে মরহুম কাজী আজহার আলী’র ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মজীবনের উপর স্মৃতিচারণ করেন। এ-সময় তাঁরা শিক্ষাক্ষেত্রে তাঁর যে-অবদান – তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...