loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এইচএমপিভি ভাইরাস করোনার মতো নয়; প্রয়োজন সচেতনতা

  • লস অ্যাঞ্জেলিসে দাবানলে পাঁচজনের মৃত্যু; বিনোদন অনুষ্ঠান বাতিল

  • স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

  • খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন

  • এসএমএস-এর মাধ্যমে প্রবাসীরাও পাবেন ই-পাসপোর্টের খবর

লস অ্যাঞ্জেলিসে দাবানলে পাঁচজনের মৃত্যু; বিনোদন অনুষ্ঠান বাতিল


লস অ্যাঞ্জেলিসে দাবানলে পাঁচজনের মৃত্যু; বিনোদন অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। আহত বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা বুধবার (৮ জানুয়ারি) এই খবর জানিয়েছে। দমকল কর্মীরা অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের আলটাডেনার শহরতলীর ১০,৬০০ একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলিসের প্রায় ১,৫০০ ভবন আগুনে পুড়ে গেছে এবং প্রায় ১ লক্ষ লোক বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে লোকজন বাড়ি-গাড়ি ফেলেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। প্রত্যক্ষদর্শীরা এই পরিস্থিতিকে হলিউডের সিনেমার দৃশ্যের সাথে তুলনা করছেন। আগুন নেভাতে ১,৪০০ দমকলকর্মী কাজ করছে। অত্যাধুনিক সরঞ্জাম দিয়েও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে-না।

প্যাসিফিক পলিসেডস এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডেলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে।

কর্তৃপক্ষ রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য বাড়ি ঘর পুড়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ ৩০ হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হুমকিতে রয়েছে ১৩,০০০ ভবন।

একজন বাসিন্দা বলেছেন, গত ২০ বছরের মধ্যে দাবানলের এই রকম ভয়াবহতা আর কখনো দেখেননি।

কয়েকটি ছবিতে দেখা গেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

ছবিতে আরও দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মীরা বিশেষ ব্যবস্থায় সমুদ্র থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের শিখা বাড়ি ঘরকে ক্রমাগত গ্রাস করছে এবং বুলডোজারগুলো রাস্তা থেকে পরিত্যক্ত যানবাহনগুলোকে সরিয়ে নিচ্ছে।

লস অ্যাঞ্জেলিসের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ছুটিতে থাকা অগ্নিনির্বাপক কর্মীদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ১৫ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

লস অ্যাঞ্জেলিসে ভয়াবহ দাবানলের কবলে পড়া লাখো মানুষের মধ্যে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বেশ কিছু তারকা রয়েছেন। দাবানলের কারণে হলিউডসহ বিনোদনজগতের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসির বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে।

দাবানলের কারণে লস অ্যাঞ্জেলিসের প্যাসিফিক প্যালিসেডস এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এলাকাটি তারকাদের প্রিয় একটি জায়গা। সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা। ভয়াবহ দাবানলের কারণে আগামী সপ্তাহে নির্ধারিত অস্কার মনোনয়নের তালিকা প্রকাশের আনুষ্ঠানিকতা পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে।

দাবানলকে কেন্দ্র করে ইতোমধ্যে হলিউডের আরও কয়েকটি বড় বড় আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে। বার্ষিক ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। প্রথম সারির অনেক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আগামী রোববার এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।

দুর্যোগকে কেন্দ্র করে পামেলা অ্যান্ডারসনের ‘দ্য লাস্ট শোগার্ল’-এর প্রিমিয়ার বাতিল করা হয়েছে। রবি উইলিয়ামসের মিউজিক্যাল ফিল্ম ‘বেটার ম্যান’-এর একটি বিশেষ প্রদর্শনী বাতিল করেছে প্যারামাউন্ট। গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্র নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলন বাতিল করেছে নেটফ্লিক্স।

Loading...