loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে

  • রিজার্ভ ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

  • চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঢাকা ও বেইজিং-এর মধ্যে নয়টি চুক্তি স্বাক্ষরিত

  • বিএমইউ বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’


সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করা হয়েছে – ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। সাত কলেজের প্রতিনিধিরা এই নামে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোববার (১৬ মার্চ) এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, সাত কলেজ নিয়ে গত কয়েক মাস ধরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছিল। কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে আলোচনা করে রোববার ঘোষণা দেওয়া হয়েছে যে, সাতটি কলেজ মিলিয়ে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়া হবে। সেই বিশ্ববিদ্যালয়ের নামকরণে সাত কলেজের প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন।

এই নাম ঘোষণার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের মতামত নেওয়া হয়েছে। সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২৮টি টিম গঠন করা হয়েছিল। এই ২৮টি টিম লিডারদের নিয়ে বসে এই নাম চূড়ান্ত করা হয়।

তিনি বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটা অনুমোদন করলেই অন্তর্বর্তী প্রশাসনের যে-কাঠামো – সেটা চূড়ান্ত হয়ে যাবে।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় একজন অন্তর্বর্তী প্রশাসক থাকবেন, যিনি সাত কলেজের অধ্যক্ষদের একজন। ইতোমধ্যে ইউজিসি এই সাতজন অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়েছে এবং তাঁদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবে। যিনি নির্বাচিত হবেন, তাঁর কলেজ হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়। এছাড়া সাতটি কলেজে সমন্বয় ডেস্ক তৈরি করা হবে। নিজ নিজ কলেজের অধ্যক্ষ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ঢাকার এই সাতটি কলেজ হলো – ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Loading...