loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার

  • ঈদ উপলক্ষ্যে বিআরটিসি'র ঈদ স্পেশাল সার্ভিস

  • কোরবানির বর্জ্য স্বল্পসময়ের মধ্যে অপসারণের নির্দেশ

  • ভারত ও বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে: বাণিজ্য উপদেষ্টা

  • হাবিপ্রবি'র স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি ২১ ও ২২ মে

লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ


লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস লুটপাট হওয়া সম্পদ ও অর্থ পুনরুদ্ধারের পর সেই সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি তহবিল গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার (১৯ মে) আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, লুটপাট হওয়া অর্থ ব্যবস্থাপনার জন্য একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা – যা জনকল্যাণে ব্যবহার করা হবে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এই তহবিল বর্তমান আইন অনুযায়ী গঠন করা হবে। তবে প্রয়োজনে তহবিল গঠনের জন্য আইন সংশোধন করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, তিনি আশা করেন যে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই তহবিল গঠন করা সম্ভব হবে; তবে পরবর্তী নির্বাচিত সরকারকে তা চালিয়ে নিতে হবে।

Loading...