loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মহান মে দিবস পালিত

  • সরকার শ্রম-সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি


স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (এনজিএসও) স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড’-এর অনুকূলে লাইসেন্স হস্তান্তর করেছে। রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির অনুকূলে ‘নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স’ ও ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ নামে দু’টি পৃথক লাইসেন্স হস্তান্তর করা হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সরকারের পূর্বানুমোদনক্রমে বিটিআরসি থেকে প্রতিষ্ঠানটির অনুকূলে এই লাইসেন্স দু’টি হস্তান্তর করা হয়। প্রথম লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির লাইসেন্সিং বিভাগ থেকে, যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে; এবং দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগ থেকে, যার আওতায় ইন্টারনেট সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করাসহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি, ও ব্যবহার করতে পারবে।

প্রথম লাইসেন্সটি লাইসেন্সিং বিভাগের পরিচালক লে. কর্ণেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম স্টারলিংক গ্লোবাল লাইসেন্সিং এন্ড মার্কেট এভিয়েশন-এর পরিচালক রেবেকা স্লিক হান্টারের নিকট হস্তান্তর করেন।  এ-সময় উপস্থিত ছিলেন লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু এবং উপপরিচালক মো নাহিদুল হাসান।

দ্বিতীয় লাইসেন্সটি রেবেকা স্লিক হান্টারের কাছে হস্তান্তর করেন স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা। এ-সময় স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক ও সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আগামী ১০ বছরের মেয়াদে বিটিআরসি থেকে ‘স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড’-এর অনুকূলে এই লাইসেন্স প্রদান করা হয়।

Loading...