loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে


অভিনেতা আজিজুল হাকিম লাইফ সাপোর্টে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে অভিনেতা আজিজুল হাকিমকে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সংবাদে প্রকাশ, জ্বর এলে আজিজুল হাকিম, তাঁর স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিম গত মঙ্গলবার করোনা পরীক্ষা করান। তাঁদের তিনজনেরই কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তাঁরা।

তবে, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় এবং এর কয়েক ঘণ্টা পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। পরে, হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাকিমের স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিম এখনো বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

Loading...