loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্সেনালের ড্র; লিভারপুল উদ্‌যাপন করতে পারে

  • লা লিগা’র শিরোপা-লড়াই জমিয়ে রাখলো রিয়াল

  • পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • ‘৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর ভিত্তিহীন’

  • প্রধান উপদেষ্টার সাথে কাতারের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

তানিয়ার সঙ্গে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করলেন এস আই টুটুল


তানিয়ার সঙ্গে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করলেন এস আই টুটুল

এস আই টুটুল ও তানিয়া আহমেদ প্রায় ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করায় সেই খবর প্রকাশ্যে এসেছে।

সংগীত শিল্পী এস আই টুটুল ও মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদ সুখী দম্পতি হিসেবে শোবিজে পরিচিত ছিলেন। কিন্তু সেই ‘হ্যাপি কাপল’ আর একসঙ্গে নেই। এক বছর হলো, বিচ্ছেদ হয়েছে তাঁদের। বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। 

মূলত এস আই টুটুল নতুন করে বিয়ে করায় তানিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরটি সামনে এলো। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গায়কের একটি ঘনিষ্ট সূত্র উল্লেখ করে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁদের বিয়ের খবরটি।

পরে এস আই টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি ও সোনিয়া। খুব শিঘ্রই আমেরিকা ও বাংলাদেশে বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করা হবে।

জানা গেছে, এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অর্ডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ সোনিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এস আই টুটুল ১৯৯৯ সালে তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের ঘরে  রয়েছে – অনয়, শ্রেয়াস ও আরশ নামে তিন পুত্র।

Loading...