loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী; নিরাপত্তা-ব্যবস্থা জোরদার


শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী; নিরাপত্তা-ব্যবস্থা জোরদার

ঢালিউড তারকা শবনম বুবলী বেবিবাম্প প্রকাশের পরে রহস্য রাখলেও তিন দিনের মধ্যেই জানান, আড়াই বছর আগে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। তাঁর সন্তানের বাবা – ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। এই খবর নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, তখন একসঙ্গে শুটিংয়ে ফিরলেন শাকিব ও বুবলী। শনিবার (১ অক্টােবর) থেকে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু করেছেন এই তারকা জুটি।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব ও বুবলী। সকাল থেকেই চলেছে সেই গানের দৃশ্যধারণের আয়োজন। অবশ্য, শাকিব ও বুবলী শুটিং সেটে আসেন বেলা ১১টার কিছু আগে। খবরে প্রকাশ, কড়া নিরাপত্তায় ১১ মাস পর লাইট-ক্যামেরার সামনে আসেন তাঁরা। ওই হোটেলের প্রবেশ পথ বন্ধ করে চলেছে শুটিং। বাইরে ছিলেন অসংখ্য নিরাপত্তাকর্মী।

জানা গেছে, বর্তমান ইসু ঘিরে যে-চাঞ্চল্য ছড়িয়েছে, তাতে শাকিব-বুবলীর নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছিলেন ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খান। যে-কারণে কঠোর নিরাপত্তায় শুরু হয় শাকিব-বুবলীর শুটিং। ইউনিটের লোক ছাড়া কাউকে সেখানে কাউকে প্রবেশ করতে দেননি নিরাপত্তাকর্মীরা। চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ-ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই।

২০২১ সালের ২৫ মে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু হয়। ওই বছরের ২৬ সেপ্টেম্বরে চলচ্চিত্রটির একটি গান ছাড়া সাড়ে তিন মাসেই এর শুটিং শেষ হয়। পরে, কোভিড-লকডাউন ও শাকিবের যুক্তরাষ্ট্র ভ্রমণের কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। এই গানটি শেষ করলেই সিনেমার শতভাগ কাজ সমাপ্ত হবে।

Loading...